এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রজব, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত ২০ অক্টোবর, রবিবার, ২০২৪ ১৫:১২:৪৭

গোয়াইনঘাট সংবাদদাতা ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীর গাঁওয়ে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিহত ওই কিশোর উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার মোঃ আমির উদ্ধিনের ছেলে মো. শাহাদত হোসেন (১৬)।
পরিবার সূত্রে জানাযায়,শনিবার রাতে প্রতিদিনের ন্যায় পরিবারের সকল সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ সয়ন কক্ষে ঘুমাতে যায় শাহাদাত। পরে গভীর রাতে কোন এক সময় ঘরের বাহিরে এসে সবার অগোচরে বাড়ির পাশে থাকা একটি গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগায় সে ।
স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ কালে জানাযায়, ভোরে ঘুম থেকে উঠে শাহাদাতের ঝুলন্ত মরদেহটি একটি গাছের সাথে ঝুলতে দেখতে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, কিশোরের আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে । তদন্ত শেষে সঠিক ভাবে বলা যাবে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন