যুগভেরী ডেস্ক :::
দীর্ঘ একযুগ পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ দেশে ফিরেছেন।
আজ রোববার (২০ অক্টোবর) সকালে তিনি সৌদি আরব থেকে ওমরা শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। তার সাথে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী।
বিমানবন্দরে পৌঁছানোর পর কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীসহ সিলেট বিভাগের ও তার জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুরের হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের খুনি শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করে আসছিলেন। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে জালিম মাফিয়া হাসিনার পতন হয়েছে। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলে তিনি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা