এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রজব, ১৪৪৬ হিজরি

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে ডিস্ট্রিক্ট প্যারেড ও খাদ্যসামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৯ অক্টোবর, শনিবার, ২০২৪ ১৮:৪৫:২৮

যুগভেরী ডেস্ক :::

ওয়ার্ল্ড লায়ন্স অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে ডিস্ট্রিক্ট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে ডিস্ট্রিক্ট প্যারেড বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নয়াসড়কস্থ লায়ন্স শিশু হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
প্যারেডে অংশগ্রহণ করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আশরাফ হোসেইন খান হীরা এমজেএফ, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী, সেক্রেটারি লায়ন সানজিদা খানম, লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন শামীমা আক্তার জিনু, লায়ন মাহমুদা সুলতানা, লায়ন শাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
পরে দুপুরে সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় লায়ন্স আই হসপিটালে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পথচারীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ইন্ডোর্সি লায়ন নাজমুল হক পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আশরাফ হোসেইন খান হীরা এমজেএফ, আইপিডিজি লায়ন লুতফর রহমান এমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম সারওয়ার জাহান জামিল এমজেএফ, পিডিজি লায়ন মজিবুল হক চুন্নু এমজেএফ, পিডিজি লায়ন হেলেন নাসরিন এমজেএফ, পিডিজি লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, ওয়ার্ল্ড লায়ন অক্টোবর সার্ভিস প্রোগ্রাম অবজারভেন্স কমিটি সিলেটের চেয়ারম্যান লায়ন আমিন উদ্দিন আহমদ।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী সহ ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাবগুলো বিশে^ সুপরিচিতি লাভ করেছে। তাদের কার্যক্রমে দেশের দুস্থ, অসহায় ও বঞ্চিত মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। লায়ন্স ক্লাবের সকল লায়নবৃন্দ সেবামূলক মনমানসিকতা নিয়ে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন। লায়নবৃন্দরাই হলেন প্রকৃত দেশপ্রেমিক। বক্তারা বলেন, অক্টোবর সেবা মাস উপলক্ষে সিলেটে লায়ন্স ক্লাবগুলোর সেবামূলক কাজ চলছে। তারই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার পক্ষ থেকে অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। লায়ন্স ক্লাবের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানবসেবায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন