এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রজব, ১৪৪৬ হিজরি

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৪:০৫:৫৮

যুগভেরী ডেস্ক :::

প্রতি বছরের ন্যায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গত সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মোগলাবাজারের রেঙ্গাহাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ চক্ষ ক্যাম্প চলে সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপত্বি করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া) এবং পরিচালনা করেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, আল-আরাফাহ্ ব্যাংকের লামাবাজার উপ-শাখার ম্যানেজার মোঃ আখলাকুল মৌলা বাহার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, লন্ডন প্রবাসী মহসিন আলী, বিশিষ্ট মুরব্বি নামর আলী, ডা. মুহিবুর রহমান হালিম, সমাজকর্মী ফজির আহমদ, আতাউর রহমান, জাহেদ আহমদ, মইনুল ইসলাম মঞ্জুর, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, শিক্ষক তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুশিক, সাংবাদিক শফিক আহমদ শফী, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাংবাদিক হিরা আহমদ, ইমরান সাদিম, সদস্য মুরাদ আহমেদ নিজাম, শাহজাহান মিয়া প্রমুখ।
সোমবার প্রথম দিন তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ রোগ নির্ণয় করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চশমা প্রদান করা হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. রুহুল আমিন, ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ম্যাডিকেল টিম এই চক্ষু সেবা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, চোখের রোগ এড়াতে সবাইকে চোখের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। চোখের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। আর সেই চোখের যত্নে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি চক্ষু ক্যাম্প প্রতি বছর পরিচালনা করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয় মানবিক কাজ। তিনি এই সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ বলেন, চোখ মানবজীবনের অপরিহার্য অঙ্গ। কাজ ও অন্যান্য ব্যস্ততায় অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়া হয় না। নিয়মিত চোখ পরীক্ষা ও চেকআপ না করায় চোখের অপূরণীয় ক্ষতি হয়। নিজেদের অবহেলা ও অযত্নের কারণে চোখের ক্ষতি করে চিকিৎসকের শরণাপন্ন হলে তখন ঠিক মতো চিকিৎসা ও উপকার পাওয়ার সম্ভাবনা কম। তাই আজকে আমরা অসহায় গরিবদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।

এ সময় বাছাইকৃত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও ১০০ এর অধিক চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য নেওয়া হয়। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এসমস্ত রোগীদের অপারেশন করা হবে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন