এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট সদরে ভ্রাম্যমাণ ভূমি সেবা শুরু ভূমি সেবা জনগনের দুয়ারে পৌঁছে দিতে

Daily Jugabheri
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ২১:৫৩:০০

যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ ভূমি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নির্দেশে মোগলগাঁও ইউনিয়ন পরিষদে উপস্থিত ভূমি সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানসহ ভূমি বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ প্রদানসহ নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায় ইত্যাদি কাজ সম্পাদন করার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ ভূমি সেবা চালু করা হয়। ভ্রাম্যমাণ ভূমি সেবাটি জনস্বার্থে চলমান থাকবে বলে জানিয়েছে ভূমি অফিস।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদে সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম সেবা প্রাপ্তিদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

বর্তমানে ভূমির সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হওয়ায় সাধারণ মানুষকে অনলাইন বিষয়ে ভূমি সেবা নিয়ে অবগত করেন। ভূমি অফিসে না গিয়ে নিজের ঘরে বসে অনলাইনে সেবা নেওয়া যায়, এ বিষয়টি নিয়ে সেবাগ্রহীতাদের বেশি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। আজ প্রায় ২৫ থেকে ৩০ জন সম্মানিত নাগরিকে ভূমি পরামর্শ দেওয়া হয়। এ সেবা উপজেলার প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে। নাগরিকগন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে তাদের ঘরে বসে যাতে করে ভূমি সেবা নিতে পারে সেই বিষয়টি অবগত করা হচ্ছে। এখন আর ভূমি উন্নয়ন কর ভূমি অফিসে গিয়ে দেওয়া হয় না। ঘরে বসে নিজের মোবাইল দিয়ে নিজেই দেওয়া যায়। এ বিষয়টা মূলত সবাইকে অবগত করতেছি। পাশাপাশি ভূমির সকল কার্যক্রম এখন অনলাইনে সম্পাদন করা যায়।

যে সকল এলাকা দূরবর্তী স্থান থেকে নাগরিকরা ভূমি সেবা নিতে কষ্ট হয় তাদের কথা চিন্তা করে সেই সকল এলাকাতে ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন