গোয়াইনঘাট সংবাদদাতা ::
উত্তর সিলেটের সীমান্ত যেনো চোরাকারবারীদের অভয়ারণ্য। পুলিশ ও বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করেও চোরা চালানের সাথে জড়িতদের থামানো যাচ্ছে না। প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ চোরাই পণ্য দেদারছে আমদানি করে যাচ্ছে। চোরা চালান রোধে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্ত রক্ষীরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় সোমবার ও মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে এক কোটি ৮০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি। বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি,প্রতাপপুর বিওপি ও বিছানাকান্দি বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, -৩৬৯টি, লেহেঙ্গা- ৭ পিস, সানগ্লাস-৪০৯৯ পিছ, চিনি-১৬৪০০ কেজি, আপেল ২,৮৫০ কেজি, মহিষ-৯টি, গরু-৪৩টি, বিড়ি-৯৮০ প্যাকেট, বাংলাদেশী রসুন ৮৮০ কেজি, ডিআই পিক-আপ ১টি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা- ০৭টিসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮০ লক্ষাধিক টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করার প্রক্রিয়া চলছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন