এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

কাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত ১৪ অক্টোবর, সোমবার, ২০২৪ ২৩:২৪:২৩

যুগভেরী ডেস্ক :::

আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকাল ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। যেকোনও পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করা যাবে। বিগত বছরগুলোতে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে ফল প্রকাশ করা হলেও এবার শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, আগামীকাল সকাল ১১টায় সিলেট শিক্ষাবোর্ড কার্যালয়ে সিলেটের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, বিগত বছরগুলোতে রেওয়াজ অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিতেন। এরপর বিকালে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরতেন। এবার শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন