শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেট নগরীর ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর যুবদলের সাবেক আহবয়ক কমিটির সদস্য ওসমান গনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে যুবদলের নেতৃবৃন্দ।
পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহবয়ক কমিটির সদস্য ওসমান গনি , জেলা ছাত্রদলের সভাপতি শিহাব কান , মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম-সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
পুজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব।সকল মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর হয়ে উঠুক তা আমাদের সবার প্রত্যাশা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা