এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

নগরী ৩৫ ও ৩২ নং ওযার্ডের পূজামণ্ডপ পরিদর্শনে নগর বিএনপির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী

Daily Jugabheri
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৮:০৮:৪৯

যুগভেরী ডেস্ক :::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র সভাপতি  মিফতাহ্ সিদ্দিকী বলেন,আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থস্হান হচ্ছে সিলেট  তথা এ বাংলদেশ। বিগত সময়গুলোতে একটি বিশেষ গুষ্টি বিভিন্নভাবে এ সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন সময়ে ধর্মীয় উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে এ সম্প্রীতি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছে। সম্পূর্ণ রাজৈনতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে সংখ্যালঘু আখ্যায়িত করে তাদের বাড়ি ঘর দখল সহ অনেক অপকর্ম সাধিত করেছে।
সেই দিন আজ গত,আমরা ৫’আগষ্ট পরবর্তি নতুন বাংলদেশ গড়ার লক্ষে সংখ্যালঘু, সংখ্যাগুরু এ শব্দ দুটি বাংলদেশ থেকে তুলে দিতে চাই। আমরা সবাই বাংলাদেশী। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান এবং সকল নৃগোষ্ঠী মিলে ভাই ভাই হিসাবে বাস করতে চাই। যার যার ধর্ম যে যে পালন করবে এবং ধর্মীয় উৎসব গুলোতে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নিবে,এটাই হবে আগামীর বংলাদেশ । তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  ও আগামির রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানান।
পূজা মন্ডব পরিদর্শন কালে উপস্হিত ছিলেন, শ্যাম সুন্দর আখড়া’র সভাপতি শ্রী রতন মনি মোহন্ত, সাধারন সম্পাদক টুটুল দেব,অনুপ দে,আলোক দেব,নেহার রঞ্জন দেব,পংকজ তালুকদার,তনয় দে, বিজিত দাস,গৌতম দে,সৌরভ তালুকদার, সত্তজিৎ দে।
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, মো:মনিরুল ইসলাম, আব্দুস শহিদ, রুহুল কুদ্দুস চৌ: হামজা,৩৫ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক সেলিম আহমদ সেলু,৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন,মির্জা জাহেদ,মালেক আহমেদ,বেলাল আহমেদ, মো:জাকির হোসন,সাফওয়ান আহমেদ প্রমূখ।
পরবর্তিতে নগর বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী ৩৫ নং ওয়ার্ডে চামেলি বাগ পূজামণ্ডপ পরিদর্শন করতে গেলে সেখানে তাকে স্বাগত জানিয়ে আতিথেয়তা প্রদান করেন পূজা মন্ডপের সভপতি শ্রী প্রবীর দত্ত,সাধারন সম্পাদক শ্রী হীরেন্দ্র কুমার দাস,সহ সভাপতি শ্রী বিপ্লব কুমার দাশ,সৌরভ দাশ,পলাশ দে,পুলক দে,চয়ন দে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন