এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৬ হিজরি

নিসচা সিলেট মহানগরের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৮ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১২:৪৬:০৪

যুগভেরী ডেস্ক :::

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে গত সোমবার (০৭ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর সুরমা পয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ সভপতি মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবিব, দুর্যোগ ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, আইন সম্পাদক হোসেন আহমদ, মহিলা সম্পাদকা রুনা সুলতানা, কার্যকরি সদস্য লায়েক মিয়া, ডালিম আহমদ, মোছাদ্দেক প্রমুখ।

রাস্তায় চলাচলের বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও পথচারী জনসাধারণের মধ্যে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন