এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে মেয়র-কাউন্সিলরবিহীন সিসিকে সেবা দিতে হটলাইন চালু

Daily Jugabheri
প্রকাশিত ০৩ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:২৬:০৭
সিলেটে মেয়র-কাউন্সিলরবিহীন সিসিকে সেবা দিতে হটলাইন চালু

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের সব সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)। এর ৩ দিনের মাথায় রবিবার (২৯ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালনায় ২৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এবার মেয়র-কাউন্সিলরবিহীন সিসিকে সেবা চালু করা হয়েছে হটলাইন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর নাগরিকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে হটলাইন নম্বর চালু করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

হটলাইন নাম্বার হলো- টিঅ্যান্ডটি ০২৯৯৬৬-৩৩০৪৫ এবং মোবাইল নং ০১৯৫৮২৮৪৮০০।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন