এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো দুজনের

Daily Jugabheri
প্রকাশিত ০৩ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৫:৪৯:৩০
হবিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো দুজনের

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছিড়া তারের সাথে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন, হাজী রহমত আলীর পুত্র জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার পুত্র ফরহাদ মিয়া।

জানা যায়, সন্ধায় পর হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামে ওই দুই ব্যক্তি। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌছলে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিকভাবে বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে পড়ে তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন