এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ০৩ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৫:৪৪:১৭
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে পিন্টু সুলতান নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পিন্টু সুলতান (৫১) রাজনগর উপজেলার রক্তা গ্রামের আশ্বব আলীর ছেলে। তিনি রাজনগরের কাশেমবাজারে মো. সিরাজুল ইসলাম ওরফে ছানা চেয়ারম্যান হত্যা মামলার মুল হোতা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ৯ আগস্ট সকাল ১০টার দিকে পিন্টু সুলতানের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাজনগরের কাশেমবাজার এলাকায় সংখ্যালঘুদের দোকান লুটের উদ্দেশ্যে আক্রমন চালায়। এসময় মো. সিরাজুল ইসলাম ওরফে ছানা চেয়ারম্যান আক্রমণ প্রতিহত করতে গেলে পিন্টু সুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে।

 

এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাজনগর থানায় হত্যা মামলা দায়ের হয়।

বুধবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল মোড়ে র‌্যাব-৯ সদর কোম্পানী ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামী পিন্টু সুলতানকে গ্রেফতার করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন