এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Daily Jugabheri
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ১৭:০৯:৪১
গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট ::

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মো. তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরিবার পরি কল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম, মৎস কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক রুমানা আক্তার নিপুসহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার কন্যা শিশুরা।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শান্তা রানী চন্দ।
আলোচনা সভা শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন