এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই রজব, ১৪৪৬ হিজরি

ছাত্রদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে- রাকিবুল ইসলাম রাকিব

Daily Jugabheri
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৯:৩২:১০

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন,শহীদ জিয়ার আদর্শ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্যে কাজ করতে হবে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এভাবেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকতে হবে। রাজনীতির পাশাপাশি পড়ালেখাও মনোযোগ দিতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। আজ সেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।
তিনি রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স হলরুমে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মো. দিনার আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোাতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
এতে আরও উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি:-নাজমুল হাসান নিপু, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মো. সাহিব আহমেদ, রাবেল আহমদ, জুম্মান আহমেদ, সিফাতুল ইসলাম সিফাত, আল-সাদ নূর, ফয়জুর রহমান সিফাত, অমিত বণিক, প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন