যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড শাখার দাওয়াতি মাহফিল শুক্রবার স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, বিশেষ অতিথি মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা হাফিজ ফয়েজ আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ প্রদত্ত তার জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। মানুষকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডাবাজি থেকে মুক্তি করতে হলে আল্লাহ জমিনে তার শাসন কায়েম করতে হবে এবং আল্লাহ’র শাসন ব্যবস্থা কায়েমই সমাজে একমাত্র মুক্তি সম্ভব। বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই খেলাফত মজলিসের দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, সংগঠনের ৩৬নং ওয়ার্ড শাখার সভাপতি সিলেট মহানগর শাখার নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সালাম, ২০নং ওয়ার্ড শাখার সেক্রেটারী মুহাম্মদ আবুল কাসেম, মাওলানা আশ্রাফ আলী, মকসুদ উদ্দিন, হাজী আতাউর রহমান চৌধুরী প্রমুখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা