যুগভেরী ডেস্ক :::সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার পণ্য-পশু জব্দ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৪৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান হয়। সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী তেরাপুর থেকে ১৬টি ভারতীয় মহিষ, কলাউড়া থেকে আট হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৪২০ কেজি দেশি রসুনসহ এক কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৯৮২ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।
জব্দ চোরাই পণ্য নিলামে বিক্রির জন্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা