এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

যেসব শর্ত মানলে হওয়া যাবে মিমির বন্ধু!

Daily Jugabheri
প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে যেন দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায়না। আদরের পোষ্যরাও ঠিক ততটাই জনপ্রিয় যতটা মিমি জনপ্রিয়। মিমির তিনটি পোষ্য চিকু, ম্যাক্স আর জাদু। তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন এ অভিনেত্রী।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে। এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, “আমার বন্ধু হতে চাইলে নয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।”

এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে র্শত মনে মিমির বন্ধু হতে হলে তাকে কুকুর হতে হবে অথবা কুকুর থাকতে হবে। কারণ তিনি কুকুর পোষতে ভালোবাসেন।

উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা যায় এ নায়িকাকে। মা-বাবা আর তিন পোষ্যকে নিয়েই তার জীবন আবর্তিত। অনেক সময়ই প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন