এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফুটসাল বিশ্বকাপে অ্যাঙ্গোলাকে ৯ গোলে হারালো আর্জেন্টিনা

Daily Jugabheri
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৮:৩৩:৫৬
ফুটসাল বিশ্বকাপে অ্যাঙ্গোলাকে ৯ গোলে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:: ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের গ্রুপ ‘সি’ থেকে নিজেদের শেষ ম্যাচে জমজমাট লড়াই শেষে প্রতিপক্ষ অ্যাঙ্গোলকে ৯ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। যারা কিনা আগের আসরের রানার্সআপ। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোতে গিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হয় অ্যাঙ্গোলার। ম্যাচটিতে আর্জেন্টিনা ৯-৫ গোলে জয়লাভ করে। আর্জেন্টিনার হয়ে অ্যালান ব্র্যান্ডি হ্যাটট্রিকসহ ৫ গোল করেন, একটি করে গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো, লুকাস ত্রিপোদি, ক্যাভিন অ্যারিয়েটা ও ক্রিশ্চিয়ান বুরুতো। অ্যাঙ্গোলর হয়ে জো হ্যাটট্রিক করেন। একটি গোল করেন অ্যাডেরিটো আরেকটি গোল আসে আত্মঘাতী।

আর্জেন্টিনা প্রতিপক্ষে গোল মুখে ৪১টি শট করে, ১৭টি ছিল লক্ষ্যে রেখে ৯ গোল আদায় করে নেয়। অন্যদিকে অ্যাঙ্গোলা ৩১টি শট করে ১৬টি লক্ষ্যে রেখে ৫ গোল আদায় করে।

 

ম্যাচের ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে অ্যাঙ্গোলাকে লিড এনে দেন জো। এরপর ৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন অ্যালান ব্র্যান্ডি। ম্যাচের ১০ম মিনিটে অ্যাঙ্গোলার লিড ৩ এ নিয়ে যান জো। এরপর ১৩তম মিনিটে আর্জেন্টিনার হয় দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ান বুরুতো। ১৭ ও ১৮তম মিনিটে আলবিসেলেস্তেদের হয়ে আরও দুটি গোল করেন অ্যালান ব্র্যান্ডি ও ক্যাভিন অ্যারিয়েটা।

ম্যাচের ৩১তম মিনিটে আর্জেন্টিনার লুকাস ত্রিপোদি গোল করে আর্জেন্টিনার লিড ৫-৩ করেন। তবে দুই মিনিট পর আর্জেন্টিনার অ্যাঞ্জেল ক্লাউদিনো আত্মঘাতী গোল করে বসলে ম্যাচের রেজাল্ট গিয়ে দাঁড়ায় ৫-৪ এ। তবে এক মিনিট পর অ্যাঞ্জেল ক্লাউদিনো আরেকটি গোল করে আর্জেন্টিনার লিড ৬-৪ করেন। কিছুক্ষণ পর অ্যাঙ্গোলার হয়ে গোল করেন অ্যাডেরিটো। এতে ম্যাচের রেজাল্ট দাঁড়ায় ৬-৫ এ। কিন্তু এরপর ৩ মিনিটের মধ্যে তিন গোল করে বড় ব্যবধানে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অ্যালান ব্র্যান্ডি।

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন