এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে: জনপ্রশাসন সচিব

Daily Jugabheri
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৮:২০:১০
৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে: জনপ্রশাসন সচিব

যুগভেরী ডেস্ক ::: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ রবিবার সচিবালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।’

তিনি আরও বলেন,‘সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। তবে ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি প্রয়োজ্য হবে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন