এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সিটি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ১৯:৫৩:২৮
সিলেট সিটি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: সিটি ফাউন্ডেশন সিলেট এর আয়োজনে ও সিলেট ইনক্লুসিভ আই হসপিটাল- (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল) এর সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু সেবা সিলেট সিটি কর্পোরেশনের নগরীর ৮ নং ওয়ার্ডস্থ কালীবাড়ী সিটি মডেল স্কুলে সিটি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পয়ন্ত স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় সিটি মডেল স্কুলে প্রাঙ্গনে। এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সিটি মডেল স্কুলে চেয়ারম্যান ও সিটি ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন ।

সিটি ফাউন্ডেশনের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। সিলেট ইনক্লুসিভ আই হসপিটাল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা করেন। বাছাইকৃত চোখের ছানি রোগীদের ইনক্লুসিভ আই হসপিটাল সিলেট-এর তত্ত্বাবধানে হাসপাতালে নিয়ে যাওয়া, বিকেলে ছানিপড়া রোগীদের অপারেশন, দুপুরের খাবার, রাত্রের খাবার, পরদিন সকালের নাস্তা ও কালো চশমা সহ ২ মাসের ঔষধ প্রদান করা হবে বলে জানেয়েছেন সিটি ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন। এছাড়া উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলে শিক্ষক ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা মুরব্বীগন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন