এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বৃষ্টিতে সিলেটে স্বস্তিরে নিশ্বাস নিয়েছেন নগরবাসী

Daily Jugabheri
প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৬:১৪:৪৩
বৃষ্টিতে সিলেটে স্বস্তিরে নিশ্বাস নিয়েছেন নগরবাসী

যুগভেরী ডেস্ক ::: প্রচণ্ড গরমে একপ্রকার অস্থির হয়ে উঠেছেন সিলেটবাসী। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের। দেশের কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিপাত হলেও সিলেটে গত কয়েকদিন বৃষ্টি হয়নি। অবশেষে সিলেটে দেখা মিললো বৃষ্টির। এতে স্বস্তি ফিরেছে নগরজীবনে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সিলেটে আবারও বৃষ্টি নামে। এ সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ। হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগরজীবনে। গত কয়েক দিনের ভ্যাপসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষজন। এই বৃষ্টির কারণে কমেছে দুর্ভোগ। গত কয়েকদিন সিলেটজুড়ে অসহনীয় গরমে ছিল প্রাণ ওষ্ঠাগত। ধারাবাহিক তাপমাত্রা বাড়ার কারণে গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে মানুষকে। বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিলো এ মাসের সর্বোচ্চ।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সাধারণত এপ্রিল-মে-জুন এই মাস গরম থাকে। তবে অতিথের পর্যবেক্ষনে দেখা গেছে সিলেটে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে। এটি সিলেটের জন্য নতুন কিছু নয়। সিলেটে আজ বিকাল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, সিলেট আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও গরম থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভূতি। অক্টোরের শুরুর দিকে শীত নামতে পারে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন