এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নামাজ পড়ে দক্ষিণ সুরমার বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

Daily Jugabheri
প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১১:২৮:৩২
নামাজ পড়ে দক্ষিণ সুরমার বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

যুগভেরী ডেস্ক ::: এশার নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ সদস্য (কনস্টেবল) জহিরুল হকের। ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণহানী ঘটেছে তাঁর। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তাঁর ছেলে রাশেদুল হাসান রাজু।

নিহত জহিরুল হক সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।রাজু জানান, তার বাবা জহিরুল হক এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা ও জিআরপি থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন