এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মিছিল সহকারে বিভাগীয় শোভাযাত্রায় বিয়ানীবাজার বিএনপির অংশগ্রহণ

Daily Jugabheri
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৮:২৩:৪৮
মিছিল সহকারে বিভাগীয় শোভাযাত্রায় বিয়ানীবাজার বিএনপির অংশগ্রহণ

যুগভেরী ডেস্ক ::: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেট বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত হয় সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ। বিভাগীয় এ কর্মসূচিতে মিছিল সহকারে অংশগ্রহণ করেছে বিয়ানীবাজার উপজেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের নেতৃত্বে বিশাল গাড়িবহর নিয়ে বিয়ানীবাজার থেকে সিলেট আসেন ৫ শতাধিক নেতাকর্মী। পরে সিলেট মহানগরের কুমারপাড়া থেকে মিছিল নিয়ে তারা সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে যান।
মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন