এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১১:৫২:৫৮

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ সুহেল মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যারেল বিহীন ২ ট্রিগার বিশিষ্ট একটি বন্দুক ও ১টি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুহেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় হাওরতলা জামে মসজিদের পার্শ্বে একটি ঘরের সামন থেকে সুহেল মিয়াকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১৫, তাং-১৬.০৯.২০২৪) দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন