গোয়াইনঘাট সংবাদদাতা :- জাফলংয়ে হাজী সায়াদ আলী সেবা সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ১ম লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাজী সায়াদ আলী সেবা সংস্থার সহ-সভাপতি মো: ফখরুল ইসলাম’র সভাপতিত্বে এবং লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরিক্ষার সমন্নয়ক মো: করিম মাহমুদ লিমন’র পরিচালনায় সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের ইস্ট্রাক্টর ইউআরসি মোহাম্মদ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, হাজী সায়াদ আলী সেবা সংস্থার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শেবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাফিজুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন