এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি ১১ লক্ষ টাকার মালামাল জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৭:১১:২২

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে সুপারি, রসুন ও মাছসহ ২কোটি ১১লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরে স্থানীয় কুশিউড়া নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ৪টি মাহেন্দ্র পিকআপ। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

এদিকে সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন