যুগভেরী ডেস্ক ::: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকা থেকে আবদুল্লাহ আহমদ জিয়াদ (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরানস্থ দাসপাড়া বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
জিয়াদ শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া নোয়াগাঁও এর বাসিন্দা ডা. বাবর তালুকদার ও ডা. জান্নাতুল ফেরদৌস (মুন্না)’র বড় ছেলে। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
তার গায়ের রঙ ফর্সা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজের ঘটনায় জিয়াদের মা জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়রি নং-৫৩৫।
কোন সহৃদয়বান ব্যক্তি জিয়াদের সন্ধান পেলে ০১৭১৪১২৯৭৫৫, ০১৬১৬৪৬৬৪৫৬, ০১৭১৭৭৫৪৩৬৯৪ নাম্বারে ফোন করতে অথবা নিকটস্থ থানায় খবর দিতে জিয়াদের পরিবার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা