এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Daily Jugabheri
প্রকাশিত ১১ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ১১:১২:২৭

 যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগের এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমপুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বিশ্বজিৎ সূত্রধর (২৭) উপজেলার গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মোহন সূত্রধর আহত হয়েছেন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী এনা পরিবহেনর যাত্রীবাহী বাস বেগমপুর নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশ্বজিৎ মারা যান।

 

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন