এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্রউদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২০:০৯:৫৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে দা, চাকু, রদ, স্টিলের পাইপ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি হলের রুম থেকে ২৫-৩০টি হেলমেট, ২০০ টির বেশি রট, ১২০ টির মত রামদা, ১৫০ টি মদের বোতল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন