এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট দক্ষিণ সুরমায় সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

Daily Jugabheri
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১১:৫২:১৯

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত গাড়ির চাপায় রানা আহমেদ নামের এক যুবক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রানা সিলেটের ওসমানীনগরের তাজপুর কদমতলার স্বাদ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আলি নুরের ছেলে। ঘটনার পর দক্ষিণ সুরমার থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম এসে লাশ উদ্ধার করে।

মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি ও তার চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপ অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন