এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ঢেউটিন বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ১৩:৩৪:১৭

যুগভেরী ডেস্ক ::: খেলাফত মজলিস সিলেট মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কমলগনজ উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। আজ ৩সেপ্টেম্বর মঙ্গলবার খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের নেতৃত্বে মহানগর খেলাফত মজলিস নেতৃবৃন্দের একটি টিম কমলগনজ উপজেলার মাধবপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনে গৃহ নির্মাণ সামগ্রী ঢেউটিন বিতরণ করা হয়। পরে খেলাফত মজলিস মাধবপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, মৌলভীবাজার জেলা সহ সভাপতি শায়েখ মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুল ইসলাম তরফদার, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, ইসলামী যুব মজলিস নেতা হাফিজ সাদিকুর রহমান, খেলাফত মজলিস কমলগনজ উপজেলা সভাপতি মুফতি শামসুল ইসলাম লিয়াকত, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ খালেদ, কমলগনজ পৌরসভা শাখা সভাপতি মাওলানা সদরুল ইসলাম মাসুম, মাধবপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন