এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বন্যাদুর্গত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট

Daily Jugabheri
প্রকাশিত ৩১ আগস্ট, শনিবার, ২০২৪ ১৪:৫৫:৫৮

যুগভেরী ডেস্ক ::: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট ফেণী জেলার সোনাগাজী উপজেলাস্থ ৮নং আমিরাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্রেরণ করছে। চট্টগ্রাম মহানগরীর দামপাড়ার গাফ্ফার মেনশনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর অফিসে গত ২৯ আগস্ট, ক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোনাল এডভাইজার আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ক্লাব প্রসিডেন্ট লায়ন মেজবাহ উদ্দিন, ভাইস প্রসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্বিস চেয়ারপারসন মোহাম্মদ জাহিদ হোসাইন, ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। ফেণী সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে উক্ত খাদ্যসামগ্র গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক মো. মুরাদ হোসেন ও মো. সাইদুর রহমান। এছাড়া কর্ণফুলি এলিটের পক্ষ থেকে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর ত্রাণ ফান্ডে উল্লেখযোগ্য পরিমান সহায়তা প্রদান এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট গত ২২ আগস্ট থেকে অদ্যবধি চট্টগ্রাম, ফেণী, নোয়াখালী, কুমিল্লার বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষদের উদ্ধার, পুনর্বাসন কাজে নিয়োজিত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন