এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

লন্ডনে থেকেও সিলেটে বিস্ফোরক আইনের মামলায় আসামি মুফতী শাহিদুর রহমান মাহমুদাবাদী

Daily Jugabheri
প্রকাশিত ৩০ আগস্ট, শুক্রবার, ২০২৪ ০১:০১:০৫

লন্ডনে থেকেও এবার সিলেটে বিস্ফোরক আইনের মামলায় আসামি হয়েছেন ঢাকার প্রথম মসজিদ নারিন্দার ঐতিহ্যবাহী ‘বিনত বিবি জামে মসজিদ’ এর খতিব, মুফতী শাহিদুর রহমান মাহমুদাবাদী। দেশের প্রথম সারির একজন ইসলামী আলোচক, সিলেটের তরুণ ও জনপ্রিয় বক্তা বর্তমানে দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। সেখান থেকে তিনি মামলার খবর পেয়ে যতটা না বিব্রত হয়েছেন তার চেয়ে বেশি অবাক হয়েছেন মামলায় নিজের নাম দেখে। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিগত সরকারের আমলে মামলা হামলা জেল জুলুমের শিকার হয়ে দেশ ছেড়ে আসছি, কিন্তু এরপরও রক্ষা পেলামনা মামলা। কিন্তু প্রবাসে থেকে কিভাবে আমি মামলার আসামি এটা হাস্যকর বটে। একজন আলেমের নামে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছাড়া আর কিছু নয়। যারা এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে দেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষকে বিব্রত এবং বিভ্রান্ত করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা সময়ের দাবি। নচেতা আবারো আলেমদের প্রতিবাদের উত্তাল হতে পারে দেশ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন