যুগভেরী ডেস্ক ::সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবীর তালুকদার (৩১) নামের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবীর তালুকদার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুষেন তালুকদারের ছেলে।
জানা যায়, নৈমিত্তিক ছুটি শেষে সুনামগঞ্জের দিরাই থেকে কর্মস্থলে মোটরসাইকেলযোগে ফিরছিলেন সুবীর। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক জাউয়া বাজার নামক স্থানে যাত্রাীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিকের উপ-কমিশনার (ডিসি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন