এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহ্বায়ক কমিটি গঠন

Daily Jugabheri
প্রকাশিত ২৬ আগস্ট, সোমবার, ২০২৪ ২০:১৩:৫৩

যুগভেরী ডেস্ক ::: সিলেট বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সমন্বয়ে গঠিত ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে নগরীর মদীনা মার্কেটস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্ব সম্মতিক্রমে কবিরুল ইসলাম কে আহবায়ক এবং এমদাদুল হক স্বপন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন আহবায়ক এবং সদস্য সচিবকে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের নাম ঘোষণা করতে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সমিতির সদ্য সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সহ-সভাপতি কবিরুল ইসলাম, এম. সূয়েব আহমদ, বদরুল আলম টিপু, নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক শিহাব খান, দানিয়েল হাসান, তোফাজ্জল ইসলাম কিবরিয়া, সৈয়দ আলী জাবেদ, সাংগঠনিক সম্পাদক এওয়ার হোসেন হৃদয়, অর্থ সম্পাদক সাইরুল ইসলাম চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা সালিক আহমদ, সহ আইন সম্পাদক এডভোকেট আব্দুল হালিম রায়হান, সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন, সহ অর্থ সম্পাদক রাজিব হোসাইন, সদস্য সুলতান আরেফিন ইমন, নুরুল আমিন, ও সাইফুল ইসলাম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন