এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের বর্ণাঢ্য র‌্যালি

Daily Jugabheri
প্রকাশিত ২৬ আগস্ট, সোমবার, ২০২৪ ২০:০৭:২৭

যুগভেরী ডেস্ক ::: পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩১ উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টায় পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে বের হওয়া র‌্যালির শুভ উদ্বোধন করেন স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিহির কান্তি দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হিমাদ্রি শেকর রায়, সিলেট সিটি কেের্পারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাশ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সুব্রত দে, রনবীর চক্রবর্তী হারান, কৃপেশ পাল, নির্মল সিনহা, বিশ^জিত গুণ, বীরমুক্তিযোদ্ধা পান্না লাল রায়, এডভোকেট শংকর কুমার দেব, প্রদীপ কুমার দেব, চন্দন দাস, এডভাকেট রঞ্জন ঘোষ, এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত, রজত চক্রবর্তী, দীপক রায়, অরুণ দেবনাথ সাগর, এডেভোকেট দেবব্রত চৌধুরী লিটন, হারাধন দেব প্রবাস, দীপক কুমার দাস, সুশেন দে, দীপক আচার্য্য শর্মীলা দেব পুরবী, মৃনাল চৌধুরী, বিজয় ভূষণ ধর, ইঞ্জিনিয়ার নিতাই পাল, ভানু লাল দাস, হিরন গাস্বামী রিপন, সুমন্ত গুপ্ত, স্বপন চক্রবর্তী, অমিত ত্রিবেদী, অর্জুন ঘোষ প্রমুখ। এছাড়া মহালয়া উদযাপন পরিষদ, শ্রীশ্রী মা সারদা সংঘ, শ্রীশ্রী হরিভক্তি প্রচারণী সভা, শ্রীশ্রী গীতা সংঘ করের পাড়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন