যুগভেরী ডেস্ক ::: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, সিলেট এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. আতাউর রহমানকে সভাপতি ও নুর আহমদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে নগরীর একটি হোটেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, সিলেট এর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অতুল দেব ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শামীম।
ফয়েজ খান পিয়ারার সভাপতিত্বে ও অতুল দেবের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, জামাল উদ্দিন আহমদ, আজিজুর রহমান, বিশ্চজিত দত্ত, সজল দাস, মোয়াজ্জুম হোসেন, অরবিন্দু পাল,মো: সাহেদ খাঁন, জাহাঙ্গীর আলম, শুভ্র দেব, জিয়াউল ইসলাম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা