যুগভেরী ডেস্ক ::: সিলেট জন্মাষ্টমী উদযাপন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টয় নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে এ সভার আয়োজন করা হয়।
শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে ও এডভোকেট শংকর দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাস, গোপিকা শ্যাম পুরকায়স্থ, এড. অরবিন্দু দাস বিভু, দিপক রায় দিপু, গৌতম চন্দ্র দেব, হিরন গোস্মামী, হিমেল কুমার দাস প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে শিবব্রত ভৌমিক চন্দনকে আহবায়ক ও মিহির দেবকে সদস্য সচিব মনোনীত করে জন্মষ্টমী উদযাপন পরিষদ ২০২৪ এর কমিটি গঠন করা হয়। সভায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আগামী ২৬শে মার্চ পরিষদের উদ্যোগে সকাল ১০টায় মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে, এতে সবাইকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা