যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর সবিদ বাজারে দূর্ঘটনায় আহত মেয়ে শিশুকে সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও প্রবাসী এক্সিকিউটিভদের অর্থায়নে নগদ টাকা প্রদান করা হয়েছে। গত ১৬ আগস্ট শুক্রবার শিশুটির বাড়িতে গিয়ে এই নগদ টাকা প্রদান করা হয়। নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব, ঢাকা ইয়াং স্টার সভাপতি ডা: মারুফুর রহমান তালহা, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: নুরেছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক মো: নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ মো: লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো মামুন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবাদুর রহমান সজীব, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ কয়সর, নির্বাহী সদস্য আব্দুর রব প্রমুখ।
উল্লেখ্য গত ডিসেম্বরে মেয়েটি বাসার তিনতলা চাদ থেকে পরে গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছে। মেয়ের বাবা সাহেদ তার মেয়ের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা