এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ১৫ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ১৫:৪১:২৬

যুগভেরী ডেস্ক ::: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাইদ আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আমির উদ্দিন, মহানগর সেক্রেটারি আলহাজ্ব মাওলানা বদরুল ইসলাম, মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, মহানগর সহ সেক্রেটারী মাওলানা আবদুস সোবহান আব্বাসি, মহানগর শাখার ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি জসিম উদদীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার দফতর সম্পাদক ক্বারি মাওলানা শহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যাঁরা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এদেশকে পুনরায় স্বাধীন করেছেন তাদেরকে রাষ্ট্রিয়ভাবে জাতীয় বীরের মর্যাদা দিয়ে সন্মানিত করার দাবী জানান। বীরত্বের সহিত আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন সকল আহতদের সুচিকিৎসা সরকারি ব্যাবস্থাপনায় নিশ্চিত করার দাবী জানান।

সভাপতির তাঁর বক্তব্যে দেশের সকল ঘরানার উলামায়ে কেরাম ও সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন