যুগভেরী ডেস্ক ::: পুণ্যভূমি সিলেট জেলার অধিবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তিনি মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকির নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করে বলেন, তাদের এ আত্মদান কথনোই বৃথা যাবে না। আমাদের দেশকে তরুণরাই গড়ে তুলবে। নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য র্নিধারণে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এসময় নেতৃবৃন্দ পুন্যভূমি সিলেটের সার্বিক আইনশৃঙ্গলার উন্নয়নে সহযোগিতার আশ^াস দেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বারাকাত, জাতীয় পার্ট নেতা আব্দুল মালেক খান, ইসমাইল আলী আশিক, সুফিয়ান খান, মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ তালুকদার, আব্দুল হান্নান রুমন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন