এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আলোচিত আজবাহার শেখসহ চার পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

Daily Jugabheri
প্রকাশিত ১১ আগস্ট, রবিবার, ২০২৪ ১১:৪৬:৫২

যুগভেরী ডেস্ক ::: সিলেটের আলোচিত-সমালোচিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার এতোদিন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) হিসেবে কর্মরত ছিলেন। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে তার বিরেদ্ধে। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের আরও তিন কর্মকর্তার কর্মস্থল বদল করা হয়েছে।

শনিবার আজবাহার আলীকে সিলেট পুলিশ কমিশনার কার্যালয়ের উপ কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) হিসেবে কর্মরত মোহা. সোহেল রেজাকে উপ কমিশনার (উত্তর) হিসেবে বদলি করা হয়েছে।
শনিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এদিকে, পুলিশ কমিশনার স্বাক্ষরিত আরেক অফিস আদেশে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মঈন উদ্দিনকে বদলি করে পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়েছে। আর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত মোহাম্মদ নুনু মিয়াকে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন