এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের সড়কে প্রাণ গেল সাবেক এমপির স্ত্রীসহ তিন জনের

Daily Jugabheri
প্রকাশিত ০৯ আগস্ট, শুক্রবার, ২০২৪ ১৯:০৯:৫০
মৌলভীবাজারের সড়কে প্রাণ গেল সাবেক এমপির স্ত্রীসহ তিন জনের

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সাবেক এক সংসদ সদস্যের স্ত্রী। বিষয়টি শুক্রবার (৯ আগস্ট) কালাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ (৫০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)। তারা সবাই স্থানীয় বরুনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

 

জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে একটি অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রাম থেকে শ্রীমঙ্গল শহরে দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই এলাকায় একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন