এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ০৬ আগস্ট, মঙ্গলবার, ২০২৪ ১৮:৫৮:৩৬
বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল

 যুগভেরী ডেস্ক :::প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় মঙ্গলবার (৬ আগস্ট) সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পৌর শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে মিছিল পূর্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ, কদর আলী, প্রচার সম্পাদ কয়েস শিকদার, দপ্তর সম্পাদক আমির আলী, যুব বিষয়ক সম্পাদক নূরুল মিয়া প্রমুখ’সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন