যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশে জুলাই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেট মহানগর ছাত্রদল নেতা ফয়সল হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ৩রা আগষ্ট নগরীর মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকার বাড়িতে ফয়সল হোসেনকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা প্রথমে তাকে খুঁজতে থাকে, পরে ফয়সল হোসেন কে না পেয়ে তার বসতঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা৷ এ ঘটনার পরে ফয়সল হোসেন এর বাড়িতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন ও তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ৩রা আগষ্ট শ্রীরামপুর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ছাত্রদল নেতা ফয়সল হোসেন সিলেট মহানগররীর মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকার মোঃ আনা মিয়া ও মোছাঃ আছমা বেগম এর ছেলে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা