এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জুলাই, শনিবার, ২০২৪ ২৩:২১:২০
জামালগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বন্যা ও ত্রাণ কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন ও বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। আপনারা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার (১৩ জুলাই) সারাদিন জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজার, ভীমখালি ইউনিয়নের লালবাজার ও জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন মান্নান ঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন,জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ফেনারবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক,সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েম পাঠান, ভীমখালি ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল মিয়া,উপজেলা আওয়ামীলীগ সদস্য মোশারফ মিয়া, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান,ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান শাহ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক মিটন পাল, বেহেলি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুরঞ্জিত তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন