যুগভেরী ডেস্ক ::: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য নিরলস কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী চান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য বসবাসযোগ্য একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনেপ্রাণে বিশ^াস করেন ধর্ম যার যার, উৎসব সবার। এই বাংলাদেশ আমাদের সকলের।’
জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৪ উপলক্ষে গতকাল শনিবার (১৩ জুলাই) বেলা সোয়া ৩টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সিলেট নগর হলো সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমরা সুপ্রাচীন কাল থেকে সিলেটে সকল ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠীর মানুষ মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছি। আর আমরা সকলে এক হয়ে সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করবো।’
আলোচনাসভায় সভাপতিত্ব করেন- আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিঅদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধমাধব দাস, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।
উল্লেখ্য, আগামী ১৫ জুলাই সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দতে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
ক্যাপশন: জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৪ উপলক্ষে গতকাল শনিবার (১৩ জুলাই) বেলা সোয়া ৩টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন