এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমা সারদা সংঘের উদ্যোগে ছিটাগোটাটিকর এলাকায় ত্রান সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১২ জুলাই, শুক্রবার, ২০২৪ ২০:১৬:৩৭
শ্রীমা সারদা সংঘের উদ্যোগে ছিটাগোটাটিকর এলাকায় ত্রান সামগ্রী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: শুক্রবার (১২জুলাই) সকাল ১১টার সময় শ্রীমা সারদা সংঘ সিলেটের উদ্যোগে সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের পানিবন্দী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪ সালে পরপর তিনবারের বন্যায় সিলেট,ছাতক ও সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে শ্রীমা সারদা সংঘ। ছিটাগোটাটিকর এলাকায় ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীমা সারদা সংঘের  ভারপ্রাপ্ত সম্পাদক বর্ণালী পুরকায়স্থ, ডাঃ মালা রানী দে এর নেতৃত্বে বিশেষ সদস্য হেপী দেব, প্রতিভা ঘোষ, শিবানী দে সীমা চৌধুরী, কল্যাণী সরকার সহ সংঘের মায়েরা। এতে সহযোগিতা করেন তাপস কান্তি দে, মিন্টু বিশ্বাস, ত্রিদিব দে ও সুমিত দে।

প্রায় ১মাসের উপরে সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের  ছিটাগোটাটিকর এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ত্রান সামগ্রী বিতরণে গৌর নিতাই মন্দিরের বাবাজিসহ মন্দির পরিচালনা কমিটির সবাই সহযোগিতার জন্য নেতৃবৃন্দ ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন