এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অভিযান পরিচলনা

Daily Jugabheri
প্রকাশিত ১১ জুলাই, বৃহস্পতিবার, ২০২৪ ০০:৫০:১৬
গোয়াইনঘাটে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অভিযান পরিচলনা

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট ::  সিলেট অঞ্চল হাওর-বাঁওড় বেষ্টিত হাওয়ার কারণে দেশীয় প্রজাতির মাছের আশ্রয় স্থল, প্রজনন ও বিচরণ ক্ষেত্র, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে নষ্ট হয়ে যাওয়াসহ প্রজনন মৌসুমে অবাধে মাছ শিকারের ফলে অসংখ্য প্রজাতির দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ১০ জুলাই ২০২৪ সকাল ১০:৩০ টা থেকে দুপুর ৪:০০ টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট মৎস্য দপ্তরের উদ্যোগে এবং উপজেলা নিবার্হী অফিসার জনাব মো: তৌহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় বন্যা পরবর্তী সময়ে হাওর ও নদীর মৎস্য সম্পদ রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়েছ। গোয়াইনঘাট
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: মাজাহারুল ইসলামের তত্ত্বাবধানে কৈয়া হাওরে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টিকারী চায়না রিং জাল, কারেণ্ট জাল,বা অবৈধ ফিক্সড ইঞ্জিন অপসারণ করা হয়। ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত খাড়া জাল জব্দ করা হয়। এছাড়া উক্ত হাওড়ের অন্য আরো স্পটে অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করা হয় এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোয়াইনঘাট সিলেট এর তত্ত্বাবধানে অবৈধ জালগুলো জব্দ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা এবং উপজেলা মৎস্য অফিসের ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। উপজেলা নিবার্হী অফিসার জনাব মো: তৌহিদুল ইসলাম জানান,হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করতে না পারলে সামগ্রিকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। হাওরের মৎস্যসম্পদ রক্ষায় জনপ্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, মৎস্য চাষি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশের মানুষের সামগ্রিক স্বার্থে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষাসহ মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। দেশের সব মানুষের জন্য যেটা প্রয়োজন ও অনিবার্য সে মাছ যত্নের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। এজন্য হাওরে দেশীয় মাছ রক্ষায় নিয়ম-কানুন মেনে চলতে হবে। মৎস্য খামারিরা পোনা মাছের প্রতি, ছোট মাছের প্রতি যত্নশীল হতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন